কাজিপুরে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন বিএনপি সিনিয়র সহ-সভাপতি এসএম গাজী মাজহারুল আনোয়ার
কাজিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান এসএম গাজী মাজহারুল আনোয়ার তার ৬৪তম জন্মদিনে হাজারো নেতা-কর্মীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সোমবার বিকেলে ১০নং তেকানী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পারখুশিয়া চেয়ারম্যান বাজারে তার জন্মদিন উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজিপুরে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন বিএনপি সিনিয়র সহ-সভাপতি এসএম গাজী মাজহারুল আনোয়ার
কাজিপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান এসএম গাজী মাজহারুল আনোয়ার তার ৬৪তম জন্মদিনে হাজারো নেতা-কর্মীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সোমবার বিকেলে ১০নং তেকানী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পারখুশিয়া চেয়ারম্যান বাজারে তার জন্মদিন উদযাপন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণাঢ্য আয়োজন ও উপস্থিতি
বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই জন্মদিন উদযাপনে অংশ নেন। তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, নাটুয়ারপাড়া, মেছড়া প্রভৃতি এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।
বিকেল ৬টায় অনুষ্ঠানে উপস্থিত হলে এসএম গাজী মাজহারুল আনোয়ারকে করতালির মাধ্যমে স্বাগত জানানো হয়। তার আগমন উপলক্ষে নেতা-কর্মীরা ‘শুভ শুভ জন্মদিন, আনোয়ার চেয়ারম্যানের শুভেচ্ছা নিন’ স্লোগান দেন।
কেক কাটা ও মোনাজাত
উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে দুইটি ২০ পাউন্ডের কেক কাটেন এসএম গাজী মাজহারুল আনোয়ার। কেক কাটার আগে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
জন্মদিনে শুভেচ্ছা ও উপহার প্রদান
অনুষ্ঠানে তেকানী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়লাল হক মাস্টার ফুল দিয়ে আনোয়ার চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধ হয়ে ফুল ও রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানায়। শিশু-কিশোরদের মধ্যেও ছিল একই উচ্ছ্বাস।
খাবারের আয়োজন
জন্মদিন উপলক্ষে এসএম গাজী মাজহারুল আনোয়ারের বড় ছেলে ভুট্টু সরকার উপস্থিত নেতাকর্মীদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা করেন। কেকসহ বিভিন্ন খাবার নেতাকর্মীদের মাঝে পরিবেশন করা হয়।
উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেকানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মেম্বার, যুবদল নেতা জুয়েল রানা, ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদসহ তেকানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচ্য বিষয়
জন্মদিন উদযাপনে বক্তব্য রাখতে গিয়ে এসএম গাজী মাজহারুল আনোয়ার বলেন, “বিএনপি পরিবারের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমি সারা জীবন জনগণের সেবা করতে চাই।”
মোঃ পলাশ শেখ, বিশেষ প্রতিনিধি