সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ, মূল্য ১০ লক্ষাধিক
সাতক্ষীরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব মালামালের আনুমানিক মূল্য দশ লক্ষাধিক টাকা।
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ, মূল্য ১০ লক্ষাধিক
(বিশেষ প্রতিনিধি: মো. দেলোয়ার হোসেন)
সাতক্ষীরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব মালামালের আনুমানিক মূল্য দশ লক্ষাধিক টাকা।
অভিযানের বিবরণ
০৭ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:
- ভারতীয় ইয়াবা: ১০০০ পিস।
- ভারতীয় মদ: ৩৫ বোতল।
- ভারতীয় ফেনসিডিল: ৩১ বোতল।
- ভারতীয় ঔষধ ও শাড়ি।
- অন্যান্য সামগ্রী: ভারতীয় বোরখা ও অন্যান্য দ্রব্য।
অভিযানে জব্দ মালামাল
- তলুইগাছা ক্যাম্প: ১০ বোতল ভারতীয় মদ।
- কাকডাঙ্গা ক্যাম্প: ২৫ বোতল ভারতীয় মদ এবং ৪,০৪,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ।
- ঝাউডাঙ্গা ক্যাম্প: ১০০০ পিস ভারতীয় ইয়াবা।
- চান্দুরিয়া ক্যাম্প: ৩১ বোতল ভারতীয় ফেনসিডিল।
- ভোমরা ক্যাম্প: ভারতীয় বোরখা (মূল্য ২৮,০০০ টাকা)।
- মাদরা ক্যাম্প: ২,১০,০০০ টাকার ভারতীয় ঔষধ।
মালামাল জব্দের কারণ
চোরাচালানকারীরা এসব দ্রব্য ভারত থেকে বাংলাদেশে শুল্ক ফাঁকি দিয়ে পাচার করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত এবং দেশের রাজস্ব আয় কমছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
বিজিবি’র এই দেশপ্রেমিক অভিযানে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন। তারা অনুরোধ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখতে।
পরবর্তী কার্যক্রম
- জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
- অন্যান্য চোরাচালানী সামগ্রী সাতক্ষীরা কাস্টমস-এ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি’র বক্তব্য
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। দেশের রাজস্ব বৃদ্ধি ও যুব সমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষা করার জন্য বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
(বিশেষ প্রতিনিধি: মো. দেলোয়ার হোসেন)