ক্যান্সার নিরাময় করসল পাতার ব্যবহার

১৩ ই ডিসেম্বর শুক্রবার সাতক্ষীরা সদরের মনজিতপুর গ্রামের কবিরাজবাড়ী বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় জমাচ্ছে ক্যান্সার প্রতিশোধক করর্ছল পাতার উপকারিতা নিয়ে

ক্যান্সার নিরাময় করসল  পাতার ব্যবহার

ক্যান্সার নিরাময় করসল  পাতার ব্যবহার  

১৩ ই ডিসেম্বর শুক্রবার 
 সাতক্ষীরা সদরের মনজিতপুর গ্রামের কবিরাজবাড়ী বিভিন্ন এলাকা থেকে মানুষের  ভিড় জমাচ্ছে ক্যান্সার প্রতিশোধক করর্ছল  পাতার  উপকারিতা  নিয়ে 

কবিরাজ সাত্তার আলি বলেন আমার বাবার ক্যান্সার হয সে সময় আমরা চিন্তায় দিশিহারা হটাত আমার বোন দুইটা পাতা জালাইয়া আমার বাবা কে খাওয়াই
সেই দিন থেকে বাবা সুস্থ হয় সেই দিন থেকে আমরা জানতে পারলাম এই গাছের উপুকারিতা
গাছ মানুষের জিবোন বাচায়


সত্যিরে জানা যায় করসল পাতা ক্যান্সার মরণবেদী ভালো হচ্ছে এলাকাবাসীর বিশ্বাস  ও    দেশ দেশান্তর থেকে ছুটে আসা মানুষের আত্মবিশ্বাস সাতক্ষীর মঞ্জিতপুর কবিরাজ বাড়ি 


দীর্ঘদিন করছল পাতা মানুষের মাঝে রোগ প্রতিশোধক হিসেবে দিয়ে যাচ্ছেন পেপার পত্রিকায় লেখালেখিও হয়েছে বাংলাদেশের অনেক জেলায় মিডিয়াদের মাধ্যমে করসোল পাতার পৌঁছে গেছে 


আল্লাহ যদি চায় গাছের পাতা দিয়ে মানুষের মরণব্যাধি ক্যান্সার  আরও অন্যান্য জটিল কঠিন রোগ নিরাময় হয় এটা মানুষের বিশ্বাস।

বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন সাতক্ষীরা থেকে