খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দুইনালা পাইপগান উদ্ধার

খুলনার কয়রায় যৌথ অভিযান পরিচালনা করে একটি দুইনালা পাইপগান উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দুইনালা পাইপগান উদ্ধার

খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দুইনালা পাইপগান উদ্ধার 

খুলনার কয়রায় যৌথ অভিযান পরিচালনা করে একটি দুইনালা পাইপগান উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কয়রা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার একটি মাছের ঘেরে তল্লাশি চালিয়ে একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়।

সিয়াম-উল-হক জানান, এ সময় দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জানতে পেরে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীরা অস্ত্র ব্যবহার করে ওই এলাকায় নাশকতা সৃষ্টি করত। পরে উদ্ধারকৃত অস্ত্র কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেখ জাহাঙ্গীর কবির টুলু