চাটমোহরে TR ও কাবিটা প্রকল্প অনুমোদন: শিগগিরই কাজ শুরু

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য TR ও কাবিটা কর্মসূচির আওতায় মোট ৯৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

চাটমোহরে TR ও কাবিটা প্রকল্প অনুমোদন: শিগগিরই কাজ শুরু

চাটমোহরে TR ও কাবিটা প্রকল্প অনুমোদন: শিগগিরই কাজ শুরু

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য TR ও কাবিটা কর্মসূচির আওতায় মোট ৯৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে

 TR প্রকল্প: ৬৭টি
➡ মোট ব্যয়: ১,৩১,০০,৭৭৯.৬৬ টাকা
➡ রিজার্ভ: ২৬,২০,১৫৫.৯৩ টাকা

 কাবিটা প্রকল্প: ৩০টি
➡ মোট ব্যয়: ১,৪৬,৮৫,৫৮৬.৬৬ টাকা
➡ রিজার্ভ: ২৯,৩৭,০১৭.৩২ টাকা

 প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত উন্নয়ন কার্যক্রম

  • মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয়ের টয়লেট নির্মাণ
  • কবরস্থান সংস্কার
  • সামাজিক সংগঠনের উন্নয়ন প্রকল্প
  • রাস্তা সংস্কার ও উন্নয়ন প্রকল্প

 উপজেলা নির্বাহী অফিসারের ঘোষণা

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার এক ফেসবুক পোস্টে জানান, TR, কাবিটা ও কাবিখা প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে

তিনি আরও আশ্বাস দেন,
স্বচ্ছতার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে
সিডিউলের শর্ত ও বিধি-বিধান যথাযথভাবে মানা হবে
চাটমোহর উপজেলাবাসী উন্নয়নের সুফল পাবে

এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি