জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামে কুশিয়ারা নদীর ভাঙন রোধে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচি
গত শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় কুশিয়ারা নদীর তীরে এই মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ছাড়াও শিক্ষক, জেলে, শিক্ষার্থীসহ নদী ভাঙনের শিকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বালিশ্রী গ্রামের আতাউর রহমান, ইমাম মাওলানা আরিফ উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন এবং আশরাফুল হক প্রমুখ বক্তব্য দেন।

বক্তাদের অভিযোগ ও দাবি
বক্তারা জানান, কুশিয়ারা নদীর ভাঙনে বালিশ্রীসহ আশপাশের ৭-৮টি গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি এবং আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। রানীগঞ্জ খেয়াঘাটের সড়কের ভাঙনে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ভাঙন পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদও নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

এলাকার ইউপি সদস্য অভিযোগ করেন, বরাদ্দকৃত প্রকল্পের কাজ নদীর গভীরতা ও স্রোতের কারণে বাস্তবায়ন সম্ভব হয়নি। ফলে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বালিশ্রী গ্রামের মানুষের যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে অনুরোধ জানান, দ্রুত কুশিয়ারা নদীর তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার। বিশেষ করে বালিশ্রী গ্রামের মানুষের চলাচলের জন্য সুরক্ষিত রাস্তা নির্মাণেরও জোর দাবি জানানো হয়।

মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি