নওগাঁয় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ সাফিউল সারোয়ার
নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সাফিউল সারোয়ার। বিদায়ী পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
নওগাঁয় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ সাফিউল সারোয়ার
নওগাঁ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ সাফিউল সারোয়ার। বিদায়ী পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
নিয়োগ প্রক্রিয়া
১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পেশাগত অভিজ্ঞতা
মোহাম্মদ সাফিউল সারোয়ার এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকায় কর্মরত ছিলেন। দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, ফরজানা হকসহ অন্যান্য কর্মকর্তারা।
বিদায়ী পুলিশ সুপারের নতুন পদ
বিদায়ী পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগদান করবেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধি