নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন আটক

নওগাঁ শহরের আলোচিত বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার সকালে বগুড়া থেকে তাকে আটক করা হয়। মামুনের আটকের খবর ছড়িয়ে পড়লে শতাধিক ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন আটক

নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন আটক

নওগাঁ শহরের আলোচিত বন্ধু মিতালী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল রবিবার সকালে বগুড়া থেকে তাকে আটক করা হয়। মামুনের আটকের খবর ছড়িয়ে পড়লে শতাধিক ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

সংস্থার কার্যক্রম এবং অভিযোগ

বন্ধু মিতালী ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে নওগাঁ শহরের খাঁস-নওগাঁ পোষ্ট অফিস পাড়ায় ঋণদান কার্যক্রম পরিচালনা করছিল। সংস্থাটি গ্রাহকদের লাখে ২ থেকে আড়াই হাজার টাকা মুনাফার প্রতিশ্রুতি দিয়ে জমা সংগ্রহ করত। এর ফলে জেলার ১১টি উপজেলায় এ সংস্থার প্রায় ৫,৫০০ গ্রাহক প্রায় ৬০০ কোটি টাকা আমানত রাখে।

প্রতারণার ঘটনা

গত দুই মাস ধরে গ্রাহকদের মুনাফা দেওয়া বন্ধ করে দেয় সংস্থাটি। গ্রাহকদের মুনাফা না দিয়ে ডিসেম্বর মাস থেকে মুনাফা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। গত ১২ নভেম্বর সংস্থার সব কার্যক্রম বন্ধ করে রাতারাতি পরিচালক ও চেয়ারম্যান উধাও হয়ে যান। এতে গ্রাহকদের মধ্যে তীব্র হতাশা দেখা দেয়।

গ্রাহকদের অভিযোগ

নওগাঁ শহরের বাসিন্দা মোসতাক আহমেদ পাপ্পু বলেন,

"অসুস্থ অবস্থায় সঞ্চিত ৫ লাখ টাকা বন্ধ মিতালী ফাউন্ডেশনে রেখেছিলাম। এর থেকে মাসে ১০ হাজার টাকা মুনাফা পেতাম, যা দিয়ে সংসার চালাতাম। এখন অফিস বন্ধ, টাকাও নেই। সংসার চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছি।"

অনেক ভুক্তভোগী বলেন, তাদের সঞ্চিত অর্থ ফেরত না পেলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ

গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। সেনাবাহিনী একটি সমাবেশে সংস্থার কর্মকর্তাদের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি নেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি

গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন,

"গ্রাহকদের অভিযোগ তদন্তাধীন রয়েছে। মামুনুর রশিদ মামুনসহ আটক ব্যক্তিদের ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

নওগাঁর এই ঘটনা থেকে গ্রাহকদের মধ্যে ভবিষ্যতে এ ধরনের উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।