নওগাঁয় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আল্লাহ ও রাসুল (সাঃ)-কে কটূক্তির অভিযোগে অভিযুক্ত রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁয় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁয় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আল্লাহ ও রাসুল (সাঃ)-কে কটূক্তির অভিযোগে অভিযুক্ত রাখাল রাহা ও হাসান গালিবের সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁয় হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলের সময় ও স্থান
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ টায় নওজোয়ান মাঠের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য প্রদানকারী নেতৃবৃন্দ
হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—
সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল্লাহ
সহ-সভাপতি মাওলানা আহমাদুল হক
সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাসেমি
প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সোবাহান
বক্তব্যের মূল বিষয়বস্তু
বক্তারা বলেন, "আমরা আল্লাহ ও রাসুল (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করবো না। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।"
তারা আরও বলেন, "ভবিষ্যতে যাতে কেউ ইসলাম ধর্ম ও নবী করিম (সাঃ)-কে অবমাননা করার দুঃসাহস না দেখায়, সে জন্য কঠোর আইন প্রণয়ন করা দরকার।"
অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশে প্রধান দাবিসমূহ
✔️ ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
✔️ ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে।
✔️ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি