নাটুয়ারপাড়ায় যমুনা আহাদ আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত কাজিপুর (সিরাজগঞ্জ)

"অন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে

নাটুয়ারপাড়ায় যমুনা আহাদ আলী  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত কাজিপুর  (সিরাজগঞ্জ)

নাটুয়ারপাড়ায় যমুনা আহাদ আলী  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
কাজিপুর  (সিরাজগঞ্জ) 

"অন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে

 সিরাজগঞ্জের কাজীপুর  উপজেলার নাটুয়ারপাড়ায় যমুনা আহাদ আলী অটিস্টিক ও  প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজনে  ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।য্যালিতে প্রতিবন্ধীসহ সরকারি কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ  যোগদান করেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)দুপুরে  উপজেলা নাটুয়ারপাড়া ইউনিয়ন খাষশুবেড় যমুনা আহাদ আলী  অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যমুনা আহাদ আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিচালক জাহিদুল ইসলাম স্বপন,
অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে কাজিপুর  উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর সভা সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম বলেন,বিগত আওয়ামী লীগ সরকার এই  প্রতিবন্ধী বিদ্যালয়টি এমপি ভুক্ত করেনি তবে কাজিপুরে কোথায় যদি এমপি ভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয় হয় তাহলে প্রথম হবে যমুনা আহাদ আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় আগে হবে ইনশাআল্লাহ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন , সিরাজগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম,তিনি বলেন, সরকারি ভাবে সর্বত্রভাবে সহযোগিতা করা হবে।

এসময় আরও অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার , (দেওয়ান) আকরামুল হক,উপজেলা সমাজ কল্যাণ অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আয়লুল হক, নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক, নাটুয়ায়পাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার, তেকানী ইউনিয়ন সেচ্ছাসেবক দলে সদস্য সচিব মোঃ পলাশ শেখ   সহ অন্যান্যরা।

 এসময় প্রতিবন্ধীদের  সিরাজগঞ্জে ঐতিহ্যবাহি গরুর মাংসের পিটুনির দিয়ে ভাত খাওয়ানো হয।খাবারে সাথে বিভিন্ন রকমের ছালাত,ডিম, সবজি দেওয়া হয়। এসময়ে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন রকম  খেলনা উপহার তুলে দেন।পরিশেষে, লালন শাহ  সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় আন্তর্জাতিক মানের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

মোঃ পলাশ শেখ 
বিশেষ প্রতিনিধি