নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ,মাসুদ হাসান রনি ,সাহিত্য সম্মাননা ,পাবনা ,ইক্ষু গবেষণা কেন্দ্র ,লালন সেতু ,রবীন্দ্র কুঠিবাড়ি ,সাহিত্যিক উৎসব
২০২৫ সালের ১০ ও ১১ জানুয়ারি পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা কেন্দ্রের মিলনায়তনে সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর আয়োজন করে নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব। দুইদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধক ছিলেন কবি, গবেষক ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। উৎসবের সভাপতিত্ব করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান।
নোঙর আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পদক পেলেন কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি
২০২৫ সালের ১০ ও ১১ জানুয়ারি পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা কেন্দ্রের মিলনায়তনে সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর আয়োজন করে নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব। দুইদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধক ছিলেন কবি, গবেষক ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। উৎসবের সভাপতিত্ব করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান।
উৎসবের প্রথম দিন
১০ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টা ১ মিনিটে জাতীয় পতাকা ও নোঙর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
প্রথম পর্বের সভাপতিত্ব করেন:
- প্রফেসর মোঃ আখতার হোসেন
বিশেষ অতিথিরা ছিলেন:
- এসএম ফজলুর রহমান
- মানিক পণ্ডিত (ভারত)
- দান প্রসাদ সুবেদী (নেপাল)
- প্রফেসর হাসানুজ্জামান (মুখ্য সমন্বয়কারী, নোঙর)
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতাউর রহমান বাবলু ও শাম্মী আক্তার।
সাহিত্যিক আলোচনা পর্ব
দ্বিতীয় পর্বে "সাহিত্য আন্তঃসংযোগ ও বিশ্বপরিক্রমা" বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন:
- প্রফেসর আব্দুদ দাইন সরকার
আলোচক ছিলেন: - আলমগীর কবীর হৃদয় (উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, গীতিকার ও বাচিকশিল্পী)
সম্মাননা প্রদান
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুণিজন ও সংগঠন সম্মাননা স্মারক প্রদান করা হয়। এবারের আয়োজনে ৪০ জন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়।
উত্তরণ পাবনার সহ-সভাপতি, কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি নোঙর আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা পদক লাভ করেন।
এই অর্জনে তাঁকে শুভেচ্ছা জানান:
- আলমগীর কবীর হৃদয় (উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি)
- রুদ্র বিশ্বাস (সহ-সাধারণ সম্পাদক)
- কবি নীলিমা নীল (সাহিত্য সম্পাদক)
- রাফিদ আহমেদ (সাংগঠনিক সম্পাদক)
- মঞ্জুরুল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক)
- মিম ফয়সাল (প্রচার সম্পাদক)
- কবি মোহাম্মদ বেলাল হোসেন (সদস্য)
সমাপ্তি
প্রথম দিনের সমাপ্তি ঘোষণা করেন নোঙর সমন্বয়কারী লুৎফর রহমান পাঞ্জাব। অনুষ্ঠানে প্রায় দুইশত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিন
১১ জানুয়ারি, শনিবার, নেপাল ও ভারতের অতিথিদের নিয়ে লালন সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, লালনের আখড়া, রবীন্দ্র কুঠিবাড়ি সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান। পরিদর্শন শেষে বিদেশি অতিথিদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
(এস এম এম আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)