পাবনা জেলা বার সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া নির্বাচিত

ঐতিহ্যবাহী পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এ তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত দুটি প্যানেলের মধ্যে তীব্র লড়াই হয়।

পাবনা জেলা বার সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া নির্বাচিত

পাবনা জেলা বার সমিতির নির্বাচনে সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া নির্বাচিত

ঐতিহ্যবাহী পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এ তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত দুটি প্যানেলের মধ্যে তীব্র লড়াই হয়।

ভোটগ্রহণ: বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫)
সময়: সকাল ১০:০০ টা - বিকেল ০৪:০০ টা
মোট ভোটার: ৪১৫ জন
মোট ভোট প্রদান: ৩৭৫ জন

 নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি: আলহাজ্ব আবুল কালাম আজাদ বাচ্চু (২১৪ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ)
সাধারণ সম্পাদক: মোঃ সুলতান মাহমুদ খান এহিয়া (১৮৬ ভোট, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ)

 নির্বাচিত অন্যান্য প্রার্থীরা

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (১১ জন বিজয়ী)

সিনিয়র সহ-সভাপতি: মোঃ সামসুদ্দোহা জামী (২১৩ ভোট)
সহ-সভাপতি: মোঃ আলমগীর হোসেন খান (১৮১ ভোট)
কোষাধ্যক্ষ: মোঃ রফিকুল ইসলাম আলতাব (২০২ ভোট)
যুগ্ম-সম্পাদক (উন্নয়ন): মোঃ আব্দুল্লাহ আল মামুন রনি (২০১ ভোট)
যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি): আমিনা খাতুন শুভ (১৯৮ ভোট)
যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি): মোঃ রাশিদ নিস্তার মিশুক (২১৯ ভোট)
অডিটর: মোঃ পলাশ আলী (২১৪ ভোট)
সদস্য: মোঃ মেসবাহ আহসান অনিক (২৮৮ ভোট)
সদস্য: আহসান হাবিব পিনু বিশ্বাস (১৮৭ ভোট)
সদস্য: মোঃ শামসুজ্জামান নান্নু (২২২ ভোট)

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ (২ জন বিজয়ী)

সাধারণ সম্পাদক: মোঃ সুলতান মাহমুদ খান এহিয়া (১৮৬ ভোট)
সদস্য: খোন্দকার শাহ আলম স্বপন (১৯৫ ভোট)

পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী:
কাজী মাহবুবুল আলম (কাজী আলম) - ১৭৫ ভোট

 নবনির্বাচিতদের প্রতিশ্রুতি

নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদ বার সমিতির উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা, আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ এবং পেশাদারিত্ব বজায় রাখতে কাজ করবেন।

 শুভেচ্ছা ও অভিনন্দন

"দৈনিক খবর পদ্মাসেতু" নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল আইনজীবীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন:
গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি, কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি আশা প্রকাশ করেছেন যে, ন্যায়বিচারের প্রতিষ্ঠা ও সম্প্রীতির বন্ধনে নতুন নেতৃত্ব পথ চলবে।

পাবনা জেলা সংবাদদাতা