পাবনার চাটমোহরে ট্রাক্টর উল্টে যুবক নিহত এলাকায় শোকের ছায়া

পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলায় জমি চাষ করা অবস্থায় রবিবার (পহেলা ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রাক্টর উল্টে নিহত হয়েছে। নিহত যুবকের বাড়ী পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে।

পাবনার চাটমোহরে ট্রাক্টর উল্টে যুবক নিহত এলাকায় শোকের ছায়া

পাবনার চাটমোহরে ট্রাক্টর উল্টে যুবক নিহত এলাকায় শোকের ছায়া 

  পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলায় জমি চাষ করা অবস্থায় রবিবার (পহেলা ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রাক্টর উল্টে নিহত হয়েছে।  নিহত যুবকের বাড়ী পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে। পিতার নাম আবু নাসের, পিতা-মাতার চার সন্তানের মধ্য আমিনুল ইসলাম দ্বিতীয় সন্তান। পিতা-মাতা ও তিন বোন এক ভাই নিয়ে ছিলো সুখের সংসার ! বড় বোনের বিয়ে দিয়েছেন। নিজে বিয়ে করেননি ছোট বোনদের মুখের দিকে চেয়ে।  সে পেশায় ট্রাক্টর চালক ছিলেন, লোকের জমি চাষ করতেন। সে সকলের সাথে সদালাপী যুবক হিসেবে সুপরিচিত ছিলেন ও বড় ভালো মানুষ ছিলেন। 
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
আমিনুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করে 
শোক প্রকাশ করেছেন পার্শ্বডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বনগ্রামের বাসিন্দা আলহাজ্ব মোঃ আজাহার আলী, ৬ নং ওয়ার্ডের(বনগ্রাম)ইউপি সদস্য আব্দুল আজিজ, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ও সামাজিক সংগঠক কামরুল হাসান বর্ষণ।

পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক ও গবেষক, পরিবেশ মানবাধিকার কর্মী,  গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ নিহত আমিনুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের কাছে দোওয়া চেয়েছেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

(পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম আকাশ)