নাগেশ্বরীতে সলিডারিটির সমাবেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করণে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে ওয়াই-মুভস্ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন হলরুমে এ-সভা অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরীতে সলিডারিটির সমাবেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করণে বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে ওয়াই-মুভস্ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন হলরুমে এ-সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, প্রশিক্ষক ও অভিভাবক-সুধীজন বক্তব্য রাখেন। বক্তারা স্কুল পড়ুয়া মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালে তাদের সেবা-পরিচর্যা ও মানসিক উন্নয়নে সিডা (সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি) এবং প্ল্যান ইন্টারন্যাশনালের ভূমিকা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম হারুনুর রশীদ লাল ও কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদ সভাপতি রওশন আরা বেগম সবসময় শিশু-নারী উন্নয়নে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সলিডারিটির সহ-কার্য নির্বাহী স্বপন কুমার সরকার, প্রকল্পের পিও পবিত্র কুমার সরকার, আলীনূর পাটোয়ারীসহ আমন্ত্রিত সুধীজন।