পাবনার বেড়ায় কার্বন কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলার একটি কার্বন কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরশেদুল ইসলাম। অভিযানে পরিবেশ দূষণের দায়ে জরিমানার পাশাপাশি কারখানার সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনার বেড়ায় কার্বন কারখানায় অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলার একটি কার্বন কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরশেদুল ইসলাম। অভিযানে পরিবেশ দূষণের দায়ে জরিমানার পাশাপাশি কারখানার সুপারভাইজার রাজিদুর রহমানকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের কারণ ও ফলাফল
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
- কারখানার অপরাধ: অবৈধভাবে পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি, যার ফলে প্রচুর ধোঁয়া ও ছাই ছড়ায়।
- প্রভাব: স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট, হাঁচি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তিন ফসলি জমির ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
- শাস্তি:
- কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা।
- পরিবেশ দূষণকারী কাজ বন্ধের নির্দেশনা।
- কারখানার সুপারভাইজারকে দুই মাসের কারাদণ্ড।
কারখানার বিবরণ
চার বছর আগে কাশিনাথপুর এলাকায় সাত বিঘা ফসলি জমিতে "ইয়াং বাংলা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কোং লিঃ" নামে এই কারখানা স্থাপন করা হয়। এখানে ২৪টি চুল্লিতে প্রতিদিন ৭৫-৮০ মণ পাটকাঠি পুড়িয়ে কালি তৈরি করা হতো। এর ফলে সৃষ্ট ধোঁয়া ও ছাই আবাসিক এলাকার পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।
অভিযানে অংশগ্রহণকারী
- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও): মোরশেদুল ইসলাম
- পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক: আ. মমিন
- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা।
স্থানীয়দের মতামত
এলাকাবাসী জানায়, কারখানার কারণে বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্টে ভুগছিলেন। ধোঁয়া ও ছাইয়ের কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এই অভিযান এলাকাবাসীকে স্বস্তি এনে দিয়েছে।
পাবনা প্রতিনিধি: শামীম আহমেদ