ফাইনালে শিরোপা ঘরে তুললো জাজিরা ডায়াগনস্টিক

রাজশাহীতে জমকালো আয়োজনে জবেদা মেমোরিয়াল ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৪ (সিজন ৪)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে শিরোপা ঘরে তুললো জাজিরা ডায়াগনস্টিক

ফাইনালে শিরোপা ঘরে তুললো জাজিরা ডায়াগনস্টিক 

রাজশাহীতে জমকালো আয়োজনে জবেদা মেমোরিয়াল ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৪ (সিজন ৪)-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 চ্যাম্পিয়ন জাজিরা ডায়াগনস্টিক

ভেন্যু: রাজশাহী মেডিকেল কলেজ মাঠ
তারিখ: বুধবার বিকাল

 ফাইনালে জাজিরা ডায়াগনস্টিক সেন্টার ৭ উইকেটে রাজশাহী কিডনি ডায়ালাইসিসকে হারিয়ে শিরোপা জিতেছে

 ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

টস: জাজিরা ডায়াগনস্টিক টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
প্রথম ইনিংস: রাজশাহী কিডনি ডায়ালাইসিস – ১৪১ রান সংগ্রহ করে
দ্বিতীয় ইনিংস: জাজিরা ডায়াগনস্টিক – মাত্র ১২.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে

 ম্যান অব দ্যা সিরিজ

সেলিম (জাজিরা ডায়াগনস্টিক সেন্টার)

 পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতি:
ডা. মোঃ শফিকুল ইসলাম (সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টেরোলজি, রাজশাহী মেডিকেল কলেজ)

প্রধান অতিথি:
ডা. খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম (অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল)

বিশেষ অতিথিবৃন্দ:
ডা. মোহাম্মদ মনোয়ার তারিক সাবু (সহকারী অধ্যাপক)
ডা. হারুন অর রশীদ (সহযোগী অধ্যাপক)
ডা. ফারহান ইমতিয়াজ (সহকারী অধ্যাপক)
ডা. মারুফ আল হাসান
ডা. রফিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক)

 ফাইনাল ম্যাচের বিশেষ দিক

 উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স
 সেলিমের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স
 দর্শকদের বিপুল উৎসাহ ও উচ্ছ্বাস

 ক্রীড়াপ্রেমীদের জন্য ছিল এটি এক উত্তেজনাপূর্ণ ম্যাচ! 

ক্রীড়া প্রতিবেদক