বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীকে উপকরণ বিতরণ
বগুড়ার তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আধুনিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসতে এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়া আয়োজন করেছে এক বছরের “Entrepreneurship and Basic Skills Training to Ensure Sustainable Source of Income” প্রকল্প। এ প্রকল্পের আওতায় বেকারত্ব হ্রাস এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেরা ৩০ প্রশিক্ষণার্থীর মধ্যে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বগুড়ায় এন্টারপ্রেনারশিপ এন্ড ব্যাসিক স্কিল ট্রেনিং প্রকল্পের সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীকে উপকরণ বিতরণ
বগুড়ার তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আধুনিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসতে এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়া আয়োজন করেছে এক বছরের “Entrepreneurship and Basic Skills Training to Ensure Sustainable Source of Income” প্রকল্প। এ প্রকল্পের আওতায় বেকারত্ব হ্রাস এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেরা ৩০ প্রশিক্ষণার্থীর মধ্যে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের বিবরণ
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা।
এ প্রকল্পের মাধ্যমে মোট ১০০ জন যুবক ও যুবতীকে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রশিক্ষণ বিষয়গুলো হলো:
- বেকারি
- বিউটি পার্লার
- ড্রাইভিং
- ইলেকট্রিক হাউজ ওয়্যারিং
- ফ্রিল্যান্সিং
- মোবাইল সার্ভিসিং
- এসি ও রেফ্রিজারেটর সার্ভিসিং
সেরা ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি জনাব হোসনা আফরোজা বলেন, “এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুবিধাবঞ্চিত পরিবার ও তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করতে কর্মমুখী শিক্ষা অত্যন্ত কার্যকর। সেরা প্রশিক্ষণার্থীদের যে উপকরণ বিতরণ করা হয়েছে, তা সঠিকভাবে কাজে লাগিয়ে তারা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবে। এর মাধ্যমে বেকারত্ব কমে যাবে এবং প্রকল্পের সার্থকতা অর্জন করবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার সহকারী পরিচালক ও ইন-চার্জ জনাব মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান।
- এস ও এস হারম্যান মেইনার কলেজের অধ্যক্ষ শীতল কুমার সরকার।
- সহকারী পরিচালক আইআরএম আব্দুর রকিব।
- সোশাল সেন্টার অফিসার প্রোগ্রাম মো. মকলেছুর রহমান।
- হিসাবরক্ষক সুমন চন্দ্র সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস ও এস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সুবিধাভোগী মোছা. মাছুরা খাতুন ও মোছা. রিতু আক্তার।
এস ও এস চিলড্রেন্স ভিলেজের কার্যক্রম
এস ও এস চিলড্রেন্স ভিলেজ একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ১৯৯৫ সাল থেকে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের উন্নয়নে কাজ করে আসছে এই সংস্থা।
মোঃ কামরুজ্জামান সম্পদ
আবু সাঈদ, বগুড়া প্রতিনিধি