বগুড়ায় সুবিধাবঞ্চিত পরিবার এবং হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসায় মরহুম শাহ মোহাম্মদ লুৎফর রহমান এর ৪র্থ মৃত্যবার্ষিকী উপলক্ষে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ওয়াহিদুজ্জান খোকন এর রোগমুক্তি কামনা করে হাফেজ ছাত্র এবং এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়ায় সুবিধাবঞ্চিত পরিবার এবং হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল....
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে অবস্থিত মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসায় মরহুম শাহ মোহাম্মদ লুৎফর রহমান এর ৪র্থ মৃত্যবার্ষিকী উপলক্ষে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ওয়াহিদুজ্জান খোকন এর রোগমুক্তি কামনা করে হাফেজ ছাত্র এবং এলাকার সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় মাদ্রাসার হলরুমে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট সমাজ সেবক ছামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সদর থানার সাব ইন্সপেক্টর আনিসুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "হাফেজরা হলেন আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত। কারণ সমগ্র কুরআন মুখস্ত করা অনেক জ্ঞানী এবং বুদ্ধিমানের দ্বারাই সম্ভব। তাদের জন্য উপহার যেসকল ব্যক্তিবর্গ পাঠিয়েছেন আল্লাহ তাদের নেক বাসনা নিশ্চয় কবুল করবেন। কারণ সবাই দান করতে পারেনা আর যারা দান করেন তারা মহৎপ্রাণের অধিকারী হোন"।
ইঞ্জিনিয়ার রসুল খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া ইলেক্ট্রোমার্টের শাখা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাফায়াত সজল, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সুমন হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, হাবিবুর রহমান, বগুড়া পপুলার ডায়গনোষ্টিক সেন্টারের কর্মকর্তা ফাহাদ আলী, নাফিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, দশটিকা গ্রামের কৃতি সন্তান ও সাবেক পুলিশ সুপার মরহুম আব্দুস সামাদ তালুকদার এবং মরহুমা ফেরদৌস বেগমের কন্যা, এফবিসিসিআই এর সালিশী ট্রাইব্যুনালের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মিসেস নাসরিন বেগমের বড় বোন ও আব্দুস সামাদ-ফেরদৌস দম্পতির জৈষ্ঠ্য কন্যা নাসিমা রহমানের স্বামী মরহুম শেখ মোহাম্মদ লুৎফর রহমানের ৪র্থ মৃত্যবার্ষিকী উপলক্ষে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ওয়াহিদুজ্জামান খোকন এর রোগমুক্তি কামনা করে মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র হিসাবে ট্রাউজার এবং সুয়েটার বিতরণ করা হয়। পরে দাতা পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ করে কনিষ্ঠ কন্যা সাবিহা বেগম এবং প্রবাসী সাঈদ কামাল সহ সবার জন্য দোয়া করার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা রাকিবুল হাসান।
মোঃকামরুজ্জামান সম্পদ
বগুড়া প্রতিনিধি