বাঙালী অভিনেত্রী ও কণ্ঠশিল্পী রুমা গুহঠাকুর এর শুভ জন্মদিন
আজ ২১ নভেম্বর বাঙালি অভিনেত্রী ও কন্ঠশিল্পী রুমা গুহঠাকুরতার ৯১তম শুভ জন্মদিন। রুমা গুহঠাকুরতা, বিখ্যাত বাঙালি গায়িকা ও অভিনেত্রী । ১৯৩৪ সালে ২১ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।
বাঙালী অভিনেত্রী ও কণ্ঠশিল্পী রুমা গুহঠাকুর এর শুভ জন্মদিন
আজ ২১ নভেম্বর বাঙালি অভিনেত্রী ও কন্ঠশিল্পী রুমা গুহঠাকুরতার ৯১তম শুভ জন্মদিন। রুমা গুহঠাকুরতা, বিখ্যাত বাঙালি গায়িকা ও অভিনেত্রী । ১৯৩৪ সালে ২১ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। মা সতী দেবী ছিলেন সেই যুগের বিখ্যাত গায়িকা। বাবা সত্যেন ঘোষ (Monti Ghosh) । মা সতী দেবী আলমোড়ায় উদয় শংকর কালচার সেন্টারের মিউজিক এন্সম্বলের সদস্য ছিলেন ও পরে মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটারে মিউজিক ডিরেকটার ( দেশের প্রথম মহিলা সংগীত পরিচালক) হন তাই রুমার ছেলেবেলা কেটেছে আলমোড়া ও মুম্বাইয়ে। সতী দেবীর পিসতুতো ভাই হলেন বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও বিজয়া রায় হলেন আপন ছোটবোন। ১৯৫২ সালে কিশোর কুমারকে বিবাহ করেন। তাদের পুত্র সুগায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয় এবং ১৯৬০ সালে অরূপ গুহঠাকুরতা কে বিবাহ করেন । তিনি ১৯৫৮ সালে Calcutta Youth Choir প্রতিষ্ঠা করেন । সত্যজিৎ রায় পরিচালিত 'অভিযান' (১৯৬২) ও 'গণশত্রু' (১৯৮৮) তে রুমা দেবী অভিনয় করেছেন। 'তিনকন্যা'র 'মণিহারা'য় (১৯৬১) অভিনেত্রী কণিকা মজুমদারের লিপে 'বাজে করুণ সুরে' গানটি রুমা দেবীর গাওয়া। ২০১৯ সালের ৩রা জুন তিনি মৃত্যুবরণ করেন। আজ তাঁর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ।
উজ্জ্বল কুমার সরকার