মাদক সেবনের দায়ে জগন্নাথপুরে পাঁচ জনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মাদক সেবনের দায়ে জগন্নাথপুরে পাঁচ জনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

মাদক সেবনের দায়ে জগন্নাথপুরে পাঁচ জনের বিনাশ্রম কারাদন্ড প্রদান
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 
উল্লেখ্য,  সোমবার ( ২৫ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কে দণ্ড প্রদান করা হয়।
মাদক সেবনে সাজাপ্রাপ্তরা হলেন
জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল বসর মিয়ার ছেলে মতিন মিয়া ( ৩০ ), আব্দুল কাদির মিয়ার ছেলে আব্দুল হামিদ (২৪), আব্দুল আলীর ছেলে বাদল মিয়া (৫০), মুজামেল মিয়ার ছেলে সুনাই মিয়া (৪৫) ও ছাতক উপজেলা সিদরপুর গ্রামের ফয়জুর মিয়ার ছেলে শানুর মিয়া (৫৫)। 
তাদের মধ্যে  মতিন মিয়া ও আব্দুল হামিদ কে চার দিন, বাদল মিয়া ও সুনাই মিয়া কে দুই দিন করে এবং শানুর মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 
জানা যায়, সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সেন্টু দেবনাথের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা কলকলিয়া ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর এলাকা বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে  গাঁজা সেবন ও মদ্যপানের দায়ে ৫ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়ার ভ্রাম্যমান আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জগন্নাথপুর সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া।