চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে উগ্র-পন্থী সংগঠন ইস-কনের হামলা, বিল্ডিং থেকে গুলি বর্ষণ।

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে উগ্র-পন্থী সংগঠন ইস-কনের হামলা, বিল্ডিং থেকে গুলি বর্ষণ।

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে উগ্র-পন্থী সংগঠন ইস-কনের হামলা, বিল্ডিং থেকে গুলি বর্ষণ।                 

  গত ২৫ শে নভেম্বর নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার পরবর্তী ২৭ শে নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম আদালতে আনা হলে তার অনুসারীরা চট্টগ্রাম আদালত ভবন চত্বরে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করে, এ সময় প্রশাসন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে। আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে, আদালত চত্বরে বাহিরে তার অনুসারীরা নৈরাজ্য সৃষ্টি করে এ সময় আদালত প্রাঙ্গনে মসজিদের জানালা ও কোতোয়ালি থানা পুলিশের গাড়ি ও একাধিক যানবাহন ভাঙচুর করে। এক পর্যায়ে একজন এডভোকেট কে তুলে নিয়ে কু-পিয়ে জ-বাই করে হ**ত্যা করে।অপর একজনকে কোতোয়ালী মোড় এলাকায় গুরুতর আহত করা হয়।এক পর্যায়ে মেথর পট্টি এলাকার একটি ভবন থেকে ইস-কন পন্থীরা তিন রাউন্ড গু-লি বর্ষণ করলে পরিস্থিতি আরো উত্ত*প্ত হয়ে উঠলে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম ও ইসলামী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক নগরীর কোতোয়ালি,নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ তার বক্তব্যে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি উগ্রপন্থী

 ইস-কনকে নিষিদ্ধ না করে, সেই সাথে চট্টগ্রাম আদালতে চত্বরের ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা হয়, তাহলে চট্টগ্রামের ছাত্র জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম, চ্যানেল বগুড়া