শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পটিয়া গড়ার আহ্বান - সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে পটিয়াকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে গড়ে তুলতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পটিয়া গড়ার আহ্বান - সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পটিয়া গড়ার আহ্বান - সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল বলেছেন,

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে পটিয়াকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি ঐতিহ্যবাহী অঞ্চল হিসেবে গড়ে তুলতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”


জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজ ১৯ জানুয়ারি, রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাটি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী গ্রামের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়।


সভাপতি ও অতিথিবৃন্দের উপস্থিতি

সভাপতিত্ব করেন:

  • পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল জলিল।

প্রধান বক্তা:

  • দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী।

বিশেষ অতিথি:

  • আবদুল মোনাফ
  • দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুর ইসলাম
  • সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ জসিম উদ্দীন
  • পৌরসভা বিএনপি নেতা মোঃ জাহেদুল হক
  • পৌরসভা যুবদল নেতা ইদ্রিস পানু

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:

ইসমাইল চৌধুরী, নজরুল ইসলাম, ফজলুল কাদের, মোঃ শফিকুর ইসলাম, মিসকাত, শফিউল আজম, গাজী মোঃ মনির, আবদুল বারেক, আনোয়ার হোসেন মিয়া, আবদুল করিম, সালাম ফারুকী প্রমুখ।


বিশেষ দোয়া মাহফিল

আলোচনা সভার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিবেদন: মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম