সিএমপি’র অভিযানে যুবলীগ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ সদস্য মো. এরশাদ (৪০) গ্রেফতার হয়েছেন।
সিএমপি’র অভিযানে যুবলীগ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ সদস্য মো. এরশাদ (৪০) গ্রেফতার হয়েছেন।
অভিযানের বিস্তারিত
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিমসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহযোগিতায় গত ৫ জানুয়ারি রাতে চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. এরশাদ আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি চান্দগাঁও থানার মামলা নং-২৬, তারিখ-২০/০৯/২০২৪, ধারা-143/147/148/149/326/307/302/109/34 The Penal Code, 1860 এবং 3A The Explosive Substances Act, 1908 এর আওতায় তদন্তে অভিযুক্ত হিসেবে প্রমাণিত হন।
আসামির পরিচয়
গ্রেফতারকৃত মো. এরশাদ আলম, পিতা-মৃত ইব্রাহিম এবং মাতা রওশন আরা বেগম। তিনি উত্তর চান্দগাঁও বেপারী পাড়া, শংকর দেওয়ানজীরহাট এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
প্রশাসনের বক্তব্য
অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন বলেন, "অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সিএমপি কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
স্থানীয় প্রতিক্রিয়া
চান্দগাঁও এলাকাবাসী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম