উত্তরণ পাবনা'র নতুন অফিস উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠান

দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার নতুন অফিস উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় ৫৬ নং দোকানে এই আয়োজন সম্পন্ন হয়।

উত্তরণ পাবনা'র নতুন অফিস উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠান

উত্তরণ পাবনা'র নতুন অফিস উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠান


দেশের অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার নতুন অফিস উদ্বোধন ও শীতকালীন কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় পাবনার সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় ৫৬ নং দোকানে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের উদ্বোধন ও অতিথি

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ আখতার জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার এবং বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন:

  • প্রফেসর আব্দুদ দাইন সরকার
  • কাজী মাহবুব মোর্শেদ বাবলা
  • কবি ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল
  • প্রফেসর মোঃ জামাল উদ্দীন
  • কবি এম আব্দুল হালীম বাচ্চু
  • কবি ইদ্রিস আলী মধু
  • কবি ও সাংবাদিক শফিক আল কামাল

কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন:

  • কবি ও বাচিকশিল্পী মঞ্জুরুল ইসলাম
  • কবি সাইফুল কামাল
  • এটিএম ফজলুল করিম
  • কণ্ঠশিল্পী নমিতা রায়
  • উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক নীলিমা নীল
  • সংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ
  • কণ্ঠশিল্পী রজনী আক্তার

আলোচনা ও গুরুত্ব

অনুষ্ঠানের আলোচনায় বক্তারা বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে একটি সংগঠনের নিজস্ব অফিস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সংগঠন নিজেদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে না। বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক কর্মীরাই দেশের বিবেক জাগ্রত রাখে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি সংকটে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তাই সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করা সকলের নৈতিক দায়িত্ব।

(পাবনা জেলা প্রতিনিধি: এস এম এম আকাশ)