কয়রায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে খুলনার কয়রা উপজেলায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলার তিনরাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

কয়রায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে খুলনার কয়রা উপজেলায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলার তিনরাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব ও বক্তব্য
সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী। এছাড়া বক্তব্য রাখেন—
সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ
মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু
মুখপাত্র রওশন হৃদি
উপদেষ্টা সদস্য শাহরুল ইসলাম সুজনসহ আরও অনেকে।
সমাবেশে প্রধান বক্তব্য
ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি।
অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।
আগামী ৯০ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
শেখ জাহাঙ্গীর কবির টুলু, বিশেষ প্রতিনিধি, খুলনা জেলা