রাজশাহীতে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচার এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহীর দোশর মণ্ডলের মোড়ে অবস্থিত অনুরাগ কমিউনিটি সেন্টারে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহীতে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ সমাচার এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজশাহীর দোশর মণ্ডলের মোড়ে অবস্থিত অনুরাগ কমিউনিটি সেন্টারে কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী আয়োজন ও অতিথিরা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান মোঃ আল-আমিন হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মীর তোফায়েল আহমেদ

এতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন:

  • জনাব সাইদুর রহমান, ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক।
  • মঈনউদ্দীন, দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি।
  • আসলাম উদ-দৌলা, সিনিয়র সাংবাদিক।
  • এস এম আব্দুল মুগনী নীরো, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
  • ড. মোঃ ইব্রাহিম হোসেন, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি

অনুষ্ঠানে আরও অংশ নেন:

  • কাজী মোঃ নজরুল আলম, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার।
  • মোঃ আবুল হাসেম, স্পেশাল রিপোর্টার, বাংলাদেশ সমাচার।
  • মোঃ মাইনুল হাসান জনি, সিনিয়র সাংবাদিক।
  • রাজশাহী বিভাগের অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিগণ এবং সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ

অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য:

  • সাগর নোমানী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
  • মোঃ সানোয়ার আরিফ, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব।
  • মোঃ ফয়সাল হোসেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি।
  • অভিলাষ দাশ তমাল, রাজশাহী অনলাইন সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি।

উল্লেখযোগ্য দিক

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা তার দীর্ঘ ৯ বছরের যাত্রায় সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের মতামত প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাগর নোমানী, রাজশাহী ব্যুরো