জগন্নাথপুরে সেতু নির্মাণে ধীরগতি, ঝুঁকিপূর্ণ বাঁশের সেতুতে পারাপারে দুর্ভোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নলজুর নদীর উপর পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। ফলে হাজার হাজার মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

জগন্নাথপুরে সেতু নির্মাণে ধীরগতি, ঝুঁকিপূর্ণ বাঁশের সেতুতে পারাপারে দুর্ভোগ

জগন্নাথপুরে সেতু নির্মাণে ধীরগতি, ঝুঁকিপূর্ণ বাঁশের সেতুতে পারাপারে দুর্ভোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নলজুর নদীর উপর পুরাতন সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ ধীর গতিতে চলছে। ফলে হাজার হাজার মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

বাঁশের সেতুর দুরবস্থা

নির্মাণাধীন সেতুর পাশেই বিকল্প বাঁশের সেতু তৈরি করা হলেও এটি ইতোমধ্যে ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। সেতুর দুই পাশের অংশ বিশেষত পশ্চিম অংশে বাশ ভেঙে পড়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী এবং হাজারো মানুষ এই সেতু ব্যবহার করেন। বাঁশের সেতুর ভাঙা অংশের কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যা বড় দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে দিচ্ছে।

নির্মাণাধীন সেতুর ধীরগতি

উপজেলার বাসিন্দারা জানান, নতুন আর্চ সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার অনেক দিন পার হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। এলাকাবাসী দ্রুত সেতু নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

স্থানীয় মানবাধিকার কমিশনের বক্তব্য

বাংলাদেশ মানবাধিকার কমিশন, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, বাঁশের সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অনেকে গুরুতর আহত হচ্ছেন। তিনি দ্রুত বাঁশের সেতুটি সংস্কার এবং নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানান।

জনস্বার্থে দাবি

এলাকাবাসী এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে,

  • বাঁশের সেতু দ্রুত সংস্কার করা।
  • নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করা।                                                                                                                                                                                                                                                          প্রতিবেদন: মো. মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি