ডিবি হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া হোসেনপুর এলাকায় অবস্থিত বহুল আলোচিত ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছেনএনবিআর।

ডিবি হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান

ডিবি হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া হোসেনপুর এলাকায় অবস্থিত বহুল আলোচিত ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছেনএনবিআর।সোমবার (৯ ডিসেম্বর) বিকেলের দিকে ঢাকা থেকে আসা জাতীয় রাজস্ব বোর্ডের একটি টিম হারুনের বিলাসবহুল এই রিসোর্টে অভিযান চালায়। এই অভিযানের পরিচালনা হয় এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। তবে প্রাথমিকভাবে অভিযানের বিষয়ে নিয়ে বিস্তারিত জানা যায়নি।তবে জানা যায় এর আগে কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন করা পরিপেক্ষিতে বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদ ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব জব্দে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি।পরবর্তীতে গত (২১ অক্টোবর) সিআইসি থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে বলে জানা যায়। এতে সাবেক ডিবি প্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশনা দেয়া হয়েছিল ৷সাবেক ডিবি প্রধান হারুন ছাড়াও তার বাবা-মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনের যৌথ ভাবে থাকা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবও জব্দ করতে নির্দেশনা দেয়া হয়।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন