ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধরমপুর একতা সংঘ

বগুড়ার ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে ৫-৪ গোলে বারপুর সিজান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধরমপুর একতা সংঘ।

ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধরমপুর একতা সংঘ

ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধরমপুর একতা সংঘ

বগুড়ার ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে ৫-৪ গোলে বারপুর সিজান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধরমপুর একতা সংঘ।

ফাইনাল ম্যাচ ও অতিথিদের বক্তব্য

শুক্রবার স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার। তিনি তার বক্তব্যে বলেন,
“খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখে। আমরা ভবিষ্যতে মাঠের প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করব। যুব সমাজের উচিত নিয়মিত খেলাধুলা করা।”

বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। তিনি বলেন,
“আজকের খেলোয়াড়রা আগামীতে জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে। হারজিত থাকবেই, কিন্তু আমাদের উচিত খেলাধুলায় সেরা পারফরম্যান্স প্রদর্শন করা।”

উপস্থিত বিশেষ অতিথিরা

  • ইকবাল হোসেন রাজু, সভাপতি, ১৭নং ওয়ার্ড বিএনপি
  • মতিয়ার রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ড বিএনপি
  • ফিরোজ আহমেদ বাবু, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট সমন্বয়ক
  • এজাজ আহম্মেদ আসলাম, ব্যবস্থাপনা পরিচালক, দিগন্ত আইডিয়াল স্কুল
  • মোঃ রাশেদুল ইসলাম, বড়গোলা মেসার্স ফাইম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী

টুর্নামেন্টের সমাপ্তি

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আঃ মোমিন জুয়েল। সহকারী রেফারি হিসেবে ছিলেন হাসান ইমাম এবং আবু রায়হান। রাশেদ ও ফয়সাল রহমান ম্যাচের ধারাভাষ্য প্রদান করেন।

টুর্নামেন্ট সমন্বয়ক ফিরোজ আহমেদ বাবু বলেন,
“খেলায় হারজিত থাকবেই। প্রতিহিংসাপূর্ণ আচরণ এড়িয়ে বন্ধুসুলভ মনোভাব নিয়ে খেলা উচিত। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।”

ফলাফল

  • চ্যাম্পিয়ন: ধরমপুর একতা সংঘ
  • রানারআপ: বারপুর সিজান একাদশ

টুর্নামেন্টের গুরুত্ব

এ আয়োজন যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলেছে এবং তাদের মানসিক বিকাশে সহায়তা করছে। স্থানীয় জনগণের সমর্থন এবং সংগঠকদের অক্লান্ত প্রচেষ্টায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।