নওগাঁয় বৈদ্যুতিক তার চোর চক্রের ৪ সদস্য আটক
নওগাঁ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার ও মিটার চোর চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযানে চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

নওগাঁয় বৈদ্যুতিক তার চোর চক্রের ৪ সদস্য আটক
নওগাঁ সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈদ্যুতিক তার ও মিটার চোর চক্রের চার সদস্যকে আটক করেছে। অভিযানে চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন:
সাগর হোসেন (২০) - পিতা: রেজাউল ইসলাম
সজিব হোসেন (২৫) - পিতা: তোফাজ্জল হোসেন
সাঈদ হোসেন (২৯) - পিতা: আব্দুস সামাদ
বিলুল হোসেন (৩৫) - পিতা: মমতাজ হোসেন
এরা সকলেই নওগাঁ সদর উপজেলার বরুনকান্দী গ্রামের বাসিন্দা।
কিভাবে ধরা পড়লো?
শনিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে।
রবিবার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান,
- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চোর চক্রের সদস্যরা বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুনে পুড়িয়ে তামা বের করছে।
- এরপর এসআই নূরনবী স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে আটক করেন।
- আটককৃতরা বরুনকান্দি মোড়ে ফিরোজ হোসেনের গ্যারেজ থেকে ৩টি তামার তার ও লোহার সামগ্রী চুরি করে, যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
আইনি ব্যবস্থা:
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি