নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫: উৎসবমুখর আয়োজনে দুই দিনব্যাপী সফল সমাপ্তি

১০ ও ১১ জানুয়ারি ২০২৫ (শুক্র ও শনিবার) পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা কেন্দ্রের মিলনায়তনে সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে অনুষ্ঠিত হলো নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, তবে উদ্বোধক কবি, গবেষক, এবং প্রাবন্ধিক মজিদ মাহমুদ বিদেশে অবস্থানের কারণে উপস্থিত হতে পারেননি। উৎসবের সূচনা হয় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫: উৎসবমুখর আয়োজনে দুই দিনব্যাপী সফল সমাপ্তি

নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫: উৎসবমুখর আয়োজনে দুই দিনব্যাপী সফল সমাপ্তি

১০ ও ১১ জানুয়ারি ২০২৫ (শুক্র ও শনিবার) পাবনার ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা কেন্দ্রের মিলনায়তনে সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে অনুষ্ঠিত হলো নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৫

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান, তবে উদ্বোধক কবি, গবেষক, এবং প্রাবন্ধিক মজিদ মাহমুদ বিদেশে অবস্থানের কারণে উপস্থিত হতে পারেননি। উৎসবের সূচনা হয় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।


উৎসবের পর্বসমূহ ও কার্যক্রম

প্রথম দিন: ১০ জানুয়ারি ২০২৫

প্রথম পর্ব (সকাল ১০:০১)
সভাপতিত্ব করেন প্রফেসর মো. আখতার হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • এস এম ফজলুর রহমান
  • মানিক পন্ডিত (ভারত)
  • দান প্রসাদ সুবেদী (নেপাল)
    সঞ্চালনা করেন আতাউর রহমান বাবলু ও শাম্মী আক্তার

দ্বিতীয় পর্ব (সকাল ১১:৩০ – দুপুর ১:০০)
বিষয়: “সাহিত্যে আন্তঃসংযোগ ও বৈশ্বিক পরিক্রমা”
সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুদ দাইন সরকার
প্রধান অতিথি: প্রফেসর ড. শিখা সরকার
বিশেষ অতিথি ও আলোচক:

  • প্রফেসর টিকরাম উদ্দেসী (নেপাল)
  • প্রফেসর ড. মীর হুমায়ূন কবির
  • কবি আলমগীর কবীর হৃদয় (পাবনা)
    সঞ্চালনা করেন তুহিন আব্বাসী ও সালেক শিবলু

তৃতীয় পর্ব (বিকাল ২:০০ – বিকাল ৪:০০)
বিষয়: “কবিতা কল্পনালতাঃ অনুভবে অনুধ্যাণে”
সভাপতিত্ব করেন প্রফেসর আবুল কালাম আজাদ
প্রধান অতিথি: প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম
আলোচক ও বিশেষ অতিথি:

  • মানিক পন্ডিত (ভারত)
  • অধ্যাপক সাজিদুল ইসলাম (বগুড়া)
  • রেহানা সুলতানা শিল্পী (পাবনা)

চতুর্থ পর্ব (সন্ধ্যা ৫:০০ – সন্ধ্যা ৬:০০)
গুণিজন ও সংগঠন সম্মাননা পদক প্রদান।
৪০ জন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


দ্বিতীয় দিন: ১১ জানুয়ারি ২০২৫
বিদেশি অতিথিদের সাথে পাবনার দর্শনীয় স্থান ভ্রমণ আয়োজন করা হয়। অতিথিরা লালন সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, রবীন্দ্র কুঠিবাড়ি সহ ঐতিহাসিক স্থানে ভ্রমণ করেন। দিনশেষে নেপাল ও ভারতের অতিথিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এস এম এম আকাশ, পাবনা জেলা প্রতিনিধি