পাবনা-৩ গুমানী নদীর উপর সেতু নির্মাণের বিষয়টির উপর নজর দেওয়া দরকার

চলনবিলের কোল চেপে বসা পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর এবং ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সদর অষ্টমনিষা বাজারের মাঝখানে গুমানী নদী। উভয় ইউনিয়নের যোগাযোগের মাধ্যম খেয়া নৌকা।

পাবনা-৩ গুমানী নদীর উপর সেতু নির্মাণের বিষয়টির উপর নজর  দেওয়া দরকার

পাবনা-৩ গুমানী নদীর উপর সেতু নির্মাণের বিষয়টির উপর নজর  দেওয়া দরকার

চলনবিলের কোল চেপে বসা পাবনা জেলার 
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর এবং ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সদর  অষ্টমনিষা বাজারের মাঝখানে গুমানী নদী। উভয় ইউনিয়নের যোগাযোগের মাধ্যম খেয়া নৌকা। নদীর দুই পাড়ের হাজার হাজার লোকজন খেয়া নৌকায় পাড়াপাড় হয়ে হাট-বাজার করে, স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে
অত্র এলাকার ১৫/২০ গ্রামের মানুষের যাতায়াত চলাচলের প্রধান প্রতিবন্ধক গুমানী। এলাকাবাসীদের চির-দূর্ভোগ  বিড়ম্বনার হাত হতে রক্ষা পাবার জন্য গুমানী নদীর উপর ব্রিজ নির্মাণ করার দাবী করে আসছে স্থানীয় সাধারণ মানুষ, স্থানীয় সমাজসেবক, স্থানীয় জনপ্রতিনিধিরা। যুগ যুগ ধরে আবেদন-নিবেদন দরখাস্ত করেও কোন সুফল আসেনি বরং কালক্ষেপণে জনসাধারণ অতিষ্ঠ হয়েছে স্থানীয় এমপি'র উপর। পাবনা-৩ এলাকার এমপি'র কোন আন্তরিকতা পরিলক্ষিত হয়নি গুমানী নদীর উপর ব্রীজ (সেতু) নির্মাণের।  মির্জাপুর-অষ্টমনিষা বাজারের অদূরে রুপসী খেয়াঘাটে ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর পিলার  নির্মাণের কাজ শুরু হলেও অজ্ঞাত কারনে তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসীদের চির-দূর্ভোগ এবং বিড়ম্বনা থেকে মুক্ত করতে অবিলম্বে প্রাচীন জনপদ  মির্জাপুর-অষ্টমনিষা, মির্জাপুর-বহরমখালি, করকোলা বগারখালে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগ সহ  কর্তৃপক্ষের সদয় সুবিবেচনা কামনাসহ পদক্ষেপ গ্রহনের মুহূর্ত কামনা করছি।অবিলম্বে গুমানী নদীর উপর ব্রীজ নির্মাণ সহ উল্লেখিত স্থান গুলোতেও সেতু নির্মান করা হোক।

(পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ সঙ্গ ছিলেন মোঃ হাবিবুর রহমান)