পাবনার চাটমোহরে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কাজল বিশ্বাসের ইন্তে*কাল, এলাকায় শোকের ছায়া
পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের বাসিন্দা, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ঠিকাদার কেরামত আলী কাজল বিশ্বাস (৫০) বৃহস্পতিবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ২টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পাবনার চাটমোহরে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কাজল বিশ্বাসের ইন্তে*কাল, এলাকায় শোকের ছায়া
পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের বাসিন্দা, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ঠিকাদার কেরামত আলী কাজল বিশ্বাস (৫০) বৃহস্পতিবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ২টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তে*কাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃ*ত্যুর কারণ ও জানাজা
তিনি ব্রেইন স্ট্রোক ও হাইপার টেনশনে আক্রান্ত ছিলেন এবং শেষ মুহূর্তে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।
মরহুমের নামাজে জানাজা শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বাদ জুমা, দুপুর আড়াইটায় মুলগ্রাম ইউনিয়নের আটলংকা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
পরে তাকে আটলংকা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
পরিবার ও সামাজিক অবদান
✔️ মৃত্যুকালে তিনি স্ত্রী (লাইব্রেরিয়ান, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ) ও তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
✔️ তিনি আটলংকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আটলংকা ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
✔️ রাজনীতি ও ঠিকাদারির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে অমায়িক ব্যবহারের জন্য পরিচিত ছিলেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গের শোকবার্তা
শোক প্রকাশ করেছেন:
- প্রফেসর মো. সদর উদ্দিন (অধ্যক্ষ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ, চাটমোহর, পাবনা)
- মো. মাহমুদুল আলম মাহমুদ (অধ্যক্ষ, আটলংকা এম এ মাহমুদ টেকনিক্যাল কলেজ)
- মো. শফিকুল ইসলাম (নির্বাহী পরিচালক, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট - পিসিডি)
- মেজর (অব.) মো. বকুল
- অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম চৌধুরী (সাবেক এজিপি, পাবনা জজ কোর্ট)
- মো. হাফিজুর রহমান হাফিজ (চেয়ারম্যান, ফৈলজানা ইউনিয়ন পরিষদ)
- মো. জহুরুল ইসলাম (সাধারণ সম্পাদক, পাবনা প্রেসক্লাব)
- এস এম মনিরুজ্জামান আকাশ (সাংবাদিক, গবেষক ও মানবাধিকার কর্মী)
- অ্যাডভোকেট মো. রেজাউল করিম পলাশ (পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী)
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এলাকাজুড়ে শোকের ছায়া
মরহুম কেরামত আলী কাজল বিশ্বাসের অকাল প্রয়াণে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ড এলাকার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
পাবনা জেলা সংবাদদাতা