পাবনার চাটমোহরে নৌকা ওয়ালা জলিল মন্ডল ইন্তে*কাল করেছেন এলাকায় শোকের ছায়া
পাবনা জেলা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কচুগাড়ী (পশ্চিম পাড়া) নিবাসী আবদুল জলিল মন্ডল ©জলিল ফকির (৯০) শুক্রবার(১৩ ডিসেম্বর ২০২৪) ভোররাতে (ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায়) ইন্তেকাল করেন।
পাবনার চাটমোহরে নৌকা ওয়ালা জলিল মন্ডল ইন্তেকাল করেছেন এলাকায় শোকের ছায়া
পাবনা জেলা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কচুগাড়ী (পশ্চিম পাড়া) নিবাসী আবদুল জলিল মন্ডল ©জলিল ফকির (৯০) শুক্রবার(১৩ ডিসেম্বর ২০২৪) ভোররাতে (ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায়) ইন্তে*কাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) মরহুমের নামাজে জানাযা শুক্রবার(১৩ ডিসেম্বর ২০২৪) দুপর আড়াই টার সময় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ও পরে কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম মৃত্যুকালে স্ত্রী চার পুত্র ও পুত্র বধূ, দুই কন্যা ও জামাতা নাতি-নাতনি নাতবৌ, নাত জামাতা, দুই বোন ভাগ্নে-ভাগ্নিসহ অজস্র আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুম ফৈলজানা ইউনিয়ন কচুগাড়ী গ্রামের পানসি নৌকার মালিক ও মরহুম কাবিল মন্ডলের পুত্র। তিনি বড়ই মিশুক ও রসিক লোক ছিলেন। তিনি অত্যন্ত সজ্জন ও ধার্মিক মানুষ ছিলেন। তিনি অসংখ্যবার বড় নৌকা অর্থাৎ পানসি নৌকা তৈরী করে গ্রামের লোকদের বিনোদন প্রতিযোগিতায় পাঠিয়েছেন দেশের বিভিন্ন স্থানে, এলাকায়। পদ্মা নদীতে, করমজা সাথিয়া,হাদল, মুলগ্রাম,গোড়ড়ী, বাঘাবাড়ীসহ অসংখ্য স্থানে তার নৌকা (কচুগাড়ী গ্রামের বাইচের নৌকা) প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা করেছে।
মরহুম আব্দুল জলিল মন্ডলের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক বার্তা প্রেরণ করেছেন অনেকজন।
পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।
এছাড়াও পাবনা জেলার বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক-মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা- পাবনা জেলা শাখার সভাপতি- প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
গভীর সমবেদনা প্রকাশ করে সকলের কাছে বিনীতভাবে দোওয়া চেয়েছেন।
মরহুমেরবিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আরো যারা দোওয়া চেয়েছেন, নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসিবুর রহমান হাসিব, এনজিও কর্মী এনামুল হক মামুন সকলের কাছে মরহুমের বিদেহী আত্মাট মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হবে মরহুমের নিজ বাস ভবনে আগামী সাতাশে ডিসেম্বর ২০২৪ ইং। জানাযা নামাজে উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসল্লীদেরকে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকতে আমন্ত্রণ করা হয়েছে। এ ছাড়াও বিশিষ্ট সাংবাদিক এস এম এরশাদ আলম মনি সরকার গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
ফৈলজানা ইউনিয়ন বিএনপির নেতা প্রভাষক আব্দুল জাব্বার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জিন্নাহ খান, ফৈলজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রোকনুজ্জামাসহ সকলেই শোক সন্তোপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে সকলের কাছে দোওয়া চেয়েছেন।
(পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম এম আকাশ)