বগুড়া সদর উপজেলায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

বগুড়া সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।

বগুড়া সদর উপজেলায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

বগুড়া সদর উপজেলায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

বগুড়া সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।

অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (গোপনীয়) সাদমান আকিব, ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, কৃষি অফিসার ইসমত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিউলি খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, যুব উন্নয়ন অফিসার নাজিয়া সামস, পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা অফিসার সাদিকুর রহমান, সদর শাখার ব্যবস্থাপক মাহফুজার রহমান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

উপকরণ বিতরণের বিবরণ

অনুষ্ঠানে ৯৬ জন কৃষকের মাঝে বীজ, চারা, নেট, বীজ সংরক্ষণ পাত্র, সার, এবং সাইনবোর্ড বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উৎসাহ জাগানো হয়।

প্রকল্পের উদ্দেশ্য

  • অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনাকে কাজে লাগিয়ে পুষ্টি চাহিদা পূরণ।
  • কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।
  • গ্রামীণ অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখা।

এ ধরনের উদ্যোগে কৃষক-কৃষাণীরা অত্যন্ত উৎসাহী এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মোঃ কামরুজ্জামান সম্পদ