বগুড়ায় তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চলের উদ্যোগে হাজী সমাবেশ

বগুড়া, ২৮ ডিসেম্বর: তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চল এর উদ্যোগে "হজ্বের তাৎপর্য ও হজ্ব পরবর্তী জীবনে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে হাজীদের জন্য দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

বগুড়ায় তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চলের উদ্যোগে হাজী সমাবেশ

বগুড়ায় তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চলের উদ্যোগে হাজী সমাবেশ

বগুড়া, ২৮ ডিসেম্বর: তালীমুল কুরআন ফাউন্ডেশন পল্লীমঙ্গল অঞ্চল এর উদ্যোগে "হজ্বের তাৎপর্য ও হজ্ব পরবর্তী জীবনে করণীয়" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে হাজীদের জন্য দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

উদ্বোধনী বক্তব্য:
শনিবার সকাল ১০টায় পল্লীমঙ্গল বাড়ইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কর্ণপুর সাংগঠনিক থানা শাখার আমীর, মাওলানা মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালীমুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য:
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আ.স.ম অধ্যাপক আব্দুল মালেক, সেক্রেটারি আলহাজ্ব মাওঃ নূরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণপুর সাংগঠনিক থানা শাখার নায়েবে আমির ও সাবেক কাউন্সিলর ওসমান গনি মাস্টার, যুব বিভাগের সভাপতি রুহুল আমিন বাকী, শাখারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এ্যাড শাহজাহান আলী খান, আলহাজ্ব মোস্তফা কামাল, মুহাম্মাদ আলী আযম, শাহাদত হোসাইন, আলহাজ্ব নজরুল ইসলাম, ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

দোয়া মাহফিল:
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বগুড়া তালীমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল হালিম বেগ।

এ ধরনের সভা হাজীদের জীবনের বিশেষ সময়গুলোতে সঠিক পথ প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মোঃকামরুজ্জামান সম্পদ