ভৈরবে স্ত্রী ও তিন সন্তানকে হ**ত্যা করে স্বামীর আত্ম**হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রী ও তিন সন্তানকে হ**ত্যা করে গৃহকর্তার আত্ম**হত্যা করেছেন। প্রতিবেশীদের ধারণা স্ত্রী-সন্তানদের হ**ত্যা করার পর গৃহকর্তা আত্ম**হ্যা করেছেন।

ভৈরবে স্ত্রী ও তিন সন্তানকে হ**ত্যা করে স্বামীর আত্ম**হত্যা

ভৈরবে স্ত্রী ও তিন সন্তানকে হ**ত্যা করে স্বামীর আত্ম**হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রী ও তিন সন্তানকে হ**ত্যা করে গৃহকর্তার আত্ম**হত্যা করেছেন। প্রতিবেশীদের ধারণা স্ত্রী-সন্তানদের হ**ত্যা করার পর গৃহকর্তা আত্ম**হত্যা করেছেন।
মঙ্গলবার, ২৬ নভেম্বর বিকেলে ভৈরব পৌর শহরের বাজার শাহী মসজিদ সংলগ্ন সাততলা একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গৃহকর্তা জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা মল্লিক (২৬), তার গর্ভের সাত মাসের সন্তান, ছেলে ধ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৪)।  
স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে ভৈরব বাজার এলাকার মরহুম শাহজাহান মিয়ার সাত তলা বাড়িতে জনি বিশ্বাস তার স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। জনি বিশ্বাস প্রতিদিন সকালে কাজে বের হয়ে রাতে বাড়িতে ফিরতেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত জনি বিশ্বাসের ঘরের দরোজা বন্ধ দেখে প্রতিবেশীরা বেলা তিনটার দিকে লোকজনসহ দরোজা ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে মৃত অবস্থায় দেখতে পান।
ভৈরব থানার ওসি শাহিন মিয়া গণমাধ্যমকে জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা ধারণা করছি জনি বিশ্বাস তার স্ত্রী-সন্তানদের হ**ত্যা করে নিজে আত্ম**হত্যা করেন।

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন