নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তির গাছ কাটার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে ভোগদখলীয় সম্পত্তি থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ সোমবার (তারিখ) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বাদী হয়ে মাদ্রাসার মহাতামিম আশিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইদুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তির গাছ কাটার অভিযোগ

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তির গাছ কাটার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে ভোগদখলীয় সম্পত্তি থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ সোমবার (তারিখ) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফজলুল হক মণ্ডল বাদী হয়ে মাদ্রাসার মহাতামিম আশিকুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইদুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ

ফজলুল হক মণ্ডল জানান—

"শিশইল মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ১১ শতক জমিতে ১৯৯৫ সালে মেহগনি, আমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করি। পরিচর্যার ফলে গাছগুলো বড় হয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় সোনাপুর জিএম ক্বওমী ও হাফেজীয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এই সম্পত্তির মালিকানা দাবি করলে বিরোধ সৃষ্টি হয়।"

তিনি আরও অভিযোগ করেন—

বিরোধ মীমাংসায় ইউনিয়ন পরিষদ ও স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও সমাধান হয়নি
মাদ্রাসা কর্তৃপক্ষ নওগাঁ আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করে
মামলা নিষ্পত্তির আগেই আজ সোমবার লোকজন দিয়ে গাছ কেটে নিয়ে যায়

মাদ্রাসার প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোখলেছুর রহমান মোবাইল ফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন

পুলিশের বক্তব্য

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন—

"সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ