পাবনার চাটমোহরের মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (BCDS), মুলগ্রাম ইউনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কনফারেন্সটি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন BCDS মুলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খয়বর হোসেন (কবি)।

পাবনার চাটমোহরের মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

পাবনার চাটমোহরের মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, পাবনা জেলার চাটমোহর উপজেলার মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (BCDS), মুলগ্রাম ইউনিয়ন শাখার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কনফারেন্সটি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন BCDS মুলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খয়বর হোসেন (কবি)।

উপস্থিত অতিথি ও আলোচকবৃন্দ

  • প্রধান অতিথি ও আলোচক: মোঃ রবিউল ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
  • বিশেষ অতিথি:
    • ডাঃ মোঃ রোস্তম আলী, সভাপতি, BCDS ডিবিগ্রাম ইউনিয়ন শাখা।
    • মোঃ আব্দুল লতিফ রঞ্জু, সাধারণ সম্পাদক, BCDS মুলগ্রাম ইউনিয়ন শাখা।
    • প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, সভাপতি, হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতি।

কনফারেন্সের উদ্দেশ্য ও কার্যক্রম

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী চিকিৎসকদের আধুনিক চিকিৎসা জ্ঞান সমৃদ্ধ করতে এবং তাদের নতুন উৎপাদিত ঔষধ সম্পর্কে সচেতন করতে নিয়মিত কনফারেন্স আয়োজন করে।

মূল বক্তব্য

সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রবিউল ইসলাম বলেন:

"আমাদের কোম্পানি দেশের অন্যতম প্রথম সারির ঔষধ প্রস্তুতকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশের ঔষধ শিল্পে নতুনত্ব নিয়ে আসতে অগ্রণী ভূমিকা পালন করছি। পল্লী চিকিৎসকদের আমাদের নতুন উৎপাদিত ঔষধ সম্পর্কে অবহিত করা এবং তাদের জ্ঞানকে সমৃদ্ধ করা আমাদের অন্যতম দায়িত্ব।"

অংশগ্রহণ ও উপহার সামগ্রী বিতরণ

  • ফৈলজানা, মুলগ্রাম ও ডিবিগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন পল্লী চিকিৎসক কনফারেন্সে অংশগ্রহণ করেন।
  • আলোচনা শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

কনফারেন্স পরিচালনা

কনফারেন্সটি পরিচালনা করেন সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার কে এম মাহমুদুর সেলিম।

পাবনা জেলা প্রতিনিধিঃ এস এম এম আকাশ