সিংড়ায় পূর্ব কলহের জেরে সমাজচ্যুত সুবাসের পরিবার
নাটোরের সিংড়া উপজেলার বসন্তপুর গ্রামে অন্যায়ভাবে সমাজচ্যুত হয়েছেন শ্রী সুবাস কুমার ও তার পরিবার। পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম প্রধানদের একতরফা সিদ্ধান্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

সিংড়ায় পূর্ব কলহের জেরে সমাজচ্যুত সুবাসের পরিবার
নাটোরের সিংড়া উপজেলার বসন্তপুর গ্রামে অন্যায়ভাবে সমাজচ্যুত হয়েছেন শ্রী সুবাস কুমার ও তার পরিবার। পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম প্রধানদের একতরফা সিদ্ধান্তে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
সুবাসের পরিবারের দুর্ভোগ
সমাজচ্যুতির তারিখ: ২৮ জানুয়ারি ২০২৪
মূল কারণ: জমি সংক্রান্ত পূর্ববিরোধ
প্রভাব:
সুবাসের পরিবারের সঙ্গে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না
মুদির দোকান, শিশুর খাবার ও প্রয়োজনীয় লেনদেন সম্পূর্ণ বন্ধ
গ্রাম প্রধানদের নিষেধাজ্ঞার কারণে পরিবারটি সমাজ থেকে একঘরে
সুবাস কুমারের অভিযোগ
সুবাস কুমার জানান, তার বাবার জীবদ্দশায় প্রতিবেশী কাকা অমল চন্দ্র প্রামাণিকের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। বাবার মৃত্যুর পর সেই বিরোধ আরও তীব্র হয়।
“আমার স্ত্রী, ১৮ মাসের সন্তান ও বৃদ্ধ মায়ের সঙ্গে সমাজের কেউ কথা বলতে দিচ্ছে না। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।"
সুবাসের আইনগত পদক্ষেপ
সুবাস সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযুক্ত ব্যক্তিরা:
অমল চন্দ্র প্রামাণিক
হীরেন চন্দ্র চক্রবর্তী
গৌতম চন্দ্র প্রামাণিক
প্রশান্ত কুমার প্রামাণিক
আনন্দ চন্দ্র সরকার
বিপ্লব কুমার (বিপু)
শ্যাম সরকার
অভিযুক্ত গ্রাম প্রধানের বক্তব্য
অভিযুক্ত গ্রাম প্রধান অমল চন্দ্র প্রামাণিক বলেন,
"সমাজের নিয়ম ও আমাদের কথা না মানায় তাকে সমাজচ্যুত করা হয়েছে। যতদিন পর্যন্ত মীমাংসা না হবে, ততদিন নিষেধাজ্ঞা বহাল থাকবে।"
প্রশাসনের করণীয়
সুবাস ও তার পরিবারের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে
অবিলম্বে প্রশাসনকে তদন্ত করে সুবাসকে ন্যায়বিচার দিতে হবে
গ্রাম্য সালিশের নামে ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে
ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন!
আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি