পাবনার চাটমোহরে সর্বজন শ্রদ্ধেয় প্রাথমিক শিক্ষক আব্দুল গফুর মাস্টারের চির বিদায়
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃঞ্চরামপুর গ্রামের সাবেক প্রাথমিক শিক্ষক আব্দুল গফুর মাস্টার (৭৫) বার্ধক্যজনিত কারণে সোমবার (৬ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় ইন্তে*কাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পাবনার চাটমোহরে সর্বজন শ্রদ্ধেয় প্রাথমিক শিক্ষক আব্দুল গফুর মাস্টারের চির বিদায়
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃঞ্চরামপুর গ্রামের সাবেক প্রাথমিক শিক্ষক আব্দুল গফুর মাস্টার (৭৫) বার্ধক্যজনিত কারণে সোমবার (৬ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
জানাজা ও দাফন
মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ মাগরিব নেংড়ী-ঘাসিকোলা গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। পরে, তার ইচ্ছা অনুযায়ী ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাদ হোসেনের কবরের পাশে দাফন করা হয়।
কর্মজীবন
মরহুম আব্দুল গফুর মাস্টার ১৯৭৭ সালে গোড়ড়ী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে গোড়ড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
মানবিক গুণাবলী ও শিক্ষায় অবদান
মরহুম আব্দুল গফুর মাস্টার তার সুকোমল ব্যবহারের জন্য এলাকায় অত্যন্ত সম্মানিত ছিলেন। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনে বিশেষ ভূমিকা রেখেছেন। তার অসংখ্য ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত।
ব্যক্তিগত জীবন ও সাহিত্যচর্চা
অবসর গ্রহণের পর তিনি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তার লেখা কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পরিবার ও উত্তরাধিকার
মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকবার্তা
তার মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
- শোক প্রকাশ করেছেন:
- শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর সানাউল্লাহ।
- চেতনায় বাংলাদেশ সম্পাদক মুন্সী মুহাম্মদ হযরত আলী।
- গ্রিনপিস বাংলা পাবনা শাখার সভাপতি এস এম মনিরুজ্জামান আকাশ।
- ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান।
- পাবনা জজ কোর্টের আইনজীবী আবুল বাশার রানা।
এস এম এম আকাশ, পাবনা জেলা প্রতিনিধি